ঢাকা | বুধবার | ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে বাসে অভিযান: ১৪০০ কেজি জাটকা জব্দ

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ঢাকা যাওয়ার পথে ছয়টি দূরপাল্লার বাসে দুর্বার অভিযান চালানো হয়। এই অভিযানে প্রায় ১৪০০ কেজি (৩৫ মণ) জাটকা (বাচ্চা ইলিশ) জব্দ করা হয়েছে। পাশাপাশি, এসব বাসের চালকদের প্রত্যেককে ১২,০০০ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে একজন ভ্রাম্যমাণ আদালত রোববার রাত ১০টার দিকে কলাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মিজান, ডলফিন, মিমসহ মোট ছয়টি বাস সেখান থেকে তল্লাশি করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক জানান, মহিপুর-আলীপুর রুটের বেশ কয়েকটি বাসের ৩১টি কর্কসিটের মধ্যে লুকানো এই জাটকা পাচার করার জন্য রাখা হয়েছিল। অভিযানে জব্দকৃত এই মাছগুলো পরে বিতরণও করা হয়।

তিনি আরও বলেন, জব্দ করা এই জাটকা বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে প্রত্যেকটি বাসে থাকা চালকদের কাছ থেকে জব্দ করেন। পরে, এই মাছগুলো স্থানীয় ৫০টি এতিমখানার শিক্ষার্থী ও কলাপাডা পৌরসভার ৩০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে বিতরণ করা হয়।