ঢাকা | শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সরকারের শত কোটি টাকার পাটব্যাগ ফান্ডের উদ্যোগ

বস্ত্র ও পাট, বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকারের মোট শত কোটি টাকার ফান্ডের মাধ্যমে জেডিপিসি’র সহায়তায় প্রায় ১০০৬জন উদ্যোক্তার মধ্যে পাটবিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আমাদের লক্ষ্য হলো বাজারে পাটের সাংস্কৃতিক পরিবর্তন সাধন করা, অর্থাৎ মানুষের মাঝে পাটের ব্যবহার ব্যাপকভাবে বাড়ানো।

তিনি আরও বলেন, অতীতে যেমন পাটের ব্যাগ ব্যবহার করা হতো, তার পরিধি ও স্কোয়্যার মিটার বৃদ্ধির জন্য গবেষণার দরকার। বিশ্ববাজারে পাটের মোড়ক উপকরণের ব্যাপক চাহিদা রয়েছে, যা পাটের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে।

বুধবার রাজধানীর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়নে পাটের ভূমিকা’ বিষয়ক সেমিনার ‘হাফিজউদ্দিন আহমেদ ও ফাতেমা আহমেদ ট্রাস্ট লেকচার-২০২৫’ এর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

শেখ বশিরউদ্দীন উপস্থিত শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের ‘ফিউচার ক্যাপ্টেন’ হিসেবে উল্লেখ করে বলেন, পাটের জন্য সাংস্কৃতিক পরিবর্তন জরুরি, যা কাউকে বাধ্য করে নয়, বরং স্বেচ্ছায় সচেতনতা ও আগ্রহ সৃষ্টি করতে হবে। পাটপণ্যকে উদ্ভাবনী ও খরচ কমানোর মাধ্যমে এর বাণিজ্যিক সফলতা অর্জন সম্ভব। এর জন্য নীতি, কার্যকর পদক্ষেপ এবং প্রচেষ্টা একত্রে চালাতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে শ্রমিকের সংখ্যা বাড়বে এবং প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ করে তুলতে হবে।

বক্তব্য শেষে অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল ইনস্টিটিউটের (বুটেক্স) উপাচার্য প্রফেসর ড. ইঞ্জি. মো. জুলহাস উদ্দিন প্রধান অতিথি শেখ বশিরউদ্দীনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রাশিদা আখতার, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নারগিস আখতার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের ভাইস-প্রেসিডেন্ট ইঞ্জিনিয়র খান মঞ্জুর মোরশেদ, আইটিইটির আহ্বায়ক ইঞ্জিনিয়র আহসানুল করিম কায়সারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

অধ্যাপক ড. হোসনে আরা বেগম দেশের অর্থনীতিকে টেকসই ও পরিবেশবান্ধব করতে পাটের চাষ, রপ্তানি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি দেশের বাণিজ্য মেলায় পাটব্যাগের ব্যবহার চালু করার দাবি জানান।