ঢাকা | সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এবার সিরিয়ার তিনটি নতুন গ্রাম দখল করলো ইসরায়েল

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় বিস্তৃত হামলা শুরু করেছে ইসরায়েল। সম্প্রতি সীমান্তের বাফার জোন দখলের পর হারমন পর্বতের সিরিয়ার অংশের দখল নেয় ইসরায়েলি বাহিনী। এবার সিরিয়ার দক্ষিণাঞ্চলের তিনটি নতুন গ্রাম দখল করে নিয়েছে তারা।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন বলছে, দারা প্রদেশের জামলাহ এবং দামেস্কের গ্রামাঞ্চলের মাজরাত বেইত জিন ও মাঘর আল-মির গ্রাম দখল করে নিয়েছে ইসরায়েল।

প্রায় ২৫ বছর ধরে লৌহমুষ্টি নিয়ে সিরিয়া আকড়ে ধরে থাকা আসাদ গত ৮ ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কের নিয়ন্ত্রণ নিলে রাশিয়ায় পালিয়ে যান। হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) যোদ্ধারা দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্রুত আক্রমণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর দখল করে।

সিরিয়ার সাথে ১৯৭৪ সালের একটি চুক্তি ভেঙে গোলান মালভূমির অসামরিকীকৃত অঞ্চলে বাহিনী মোতায়েন করে ইসরেয়েল। এই পদক্ষেপে জাতিসংঘ এবং বেশ কয়েকটি আরব দেশ নিন্দা জানিয়েছে।

জাতিসংঘের ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্সের (ইউএনডিওএফ) মতে, বাফার জোনটি দৈর্ঘ্যে ৭৫ কিলোমিটার এবং প্রস্থে প্রায় ১০ কিলোমিটার থেকে দক্ষিণে ২০০ মিটার পর্যন্ত বিস্তৃত।