এবার সিরিয়ার তিনটি নতুন গ্রাম দখল করলো ইসরায়েল
বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় বিস্তৃত হামলা শুরু করেছে ইসরায়েল। সম্প্রতি সীমান্তের বাফার জোন দখলের পর হারমন পর্বতের সিরিয়ার অংশের দখল নেয় ইসরায়েলি বাহিনী। এবার সিরিয়ার দক্ষিণাঞ্চলের তিনটি নতুন গ্রাম দখল করে নিয়েছে তারা। আনাদোলু এজেন্সির প্রতিবেদন বলছে, দারা প্রদেশের জামলাহ এবং দামেস্কের গ্রামাঞ্চলের মাজরাত বেইত জিন ও মাঘর আল-মির গ্রাম দখল করে নিয়েছে ইসরায়েল। প্রায় ২৫ বছর ধরে লৌহমুষ্টি