ঢাকা | বৃহস্পতিবার | ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আবু সাঈদের পরিবারের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করলো বিজিবি

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারকে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুত ১০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

গতকাল মঙ্গলবার বিকেলে বিজিবির ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর সহকারী পরিচালক মু. মাহবুবুর রহমান খান রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাবা-মায়ের হাতে আর্থিক অনুদানের এ চেক হস্তান্তর করেন।

বুধবার (৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির রংপুর রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন সদর দপ্তর লে. কর্নেল ফারুক হোসেন খান।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নিহত রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামের সন্তান শহীদ আবু সাঈদের সমাধিস্থল পরিদর্শন ও কবর জিয়ারত করেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের অসহায়, দুস্থ ও গরীব জনসাধারণদের সাহায্যার্থে গঠিত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০ লাখ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুতি দেন।