ঢাকা | রবিবার | ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

সোমবার (১০ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর ২০২৩ তারিখ রবিবার বিকেল ৪টায় টেকনাফের কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে, সন্দেহজনক একটি সিএনজি যানজটের ওপর তল্লাশি চালানো হয়। তাতে প্রায় ৫০ লক্ষ টাকার মূল্যবাহী ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মাদক পাচারকারিকেও সিএনজিসহ আটক করা হয়। জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদকের ভয়ংকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।