আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবার নিজেই একটি বিশেষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজে এই খবর পোস্ট করে জানান, তাঁর সংস্থা ৫২৫ রোজারিও এই টুর্নামেন্টের আয়োজন করবে। মূলত, ইভেন্টটির নাম দেওয়া হয়েছে ‘মেসি কাপ’, যেখানে অনূর্ধ্ব-১৬ দলগুলো অংশ নিয়ে খেলনা এই প্রতিযোগিতায়। এটি অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন মাঠে। টুর্নামেন্টটি চলবে ৯ থেকে ১৪ ডিসেম্বর, মোট অনুষ্ঠিত হবে ১৮টি ম্যাচ। এতে অংশ নেবে বিশ্বের শীর্ষ ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল যেমন: ইন্টার মায়ামি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিভার প্লেট, ইন্টার মিলান, নিউ ওয়েলস ওল্ড বয়েজ, আতলেতিকো মাদ্রিদ ও চেলসির প্রতিনিধিরা। মেসি নিজে লিখেছেন, “একটি বিশেষ খবর আপনাদের জানাতে পেরে আমি উত্তেজিত। এই ডিসেম্বরে মায়ামিতে একটি অনন্য ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেখানে বিশ্ববিখ্যাত ক্লাবগুলো অংশ নেবে। এই টুর্নামেন্ট মূলত তরুণ ফুটবলপ্রেমীদের জন্য এক সুবর্ণ সুযোগ যেখানে তারা ফুটবলের ভবিষ্যৎ কার হাত ধরে এগোচ্ছে তা বোঝার সুযোগ পাবে। এটাই হলো ‘মেসি কাপ’।
