ঢাকা | সোমবার | ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাংশায় জুয়েলার্সের কারখানায় দুর্ধর্ষ চুরি

রাজবাড়ীর পাংশায় জুয়েলার্সের কারখানায় ঘটে গেছে সার্বিক چুরির ঘটনা, যা শহরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পাংশা পৌরশহরের স্টেশন রোডের কাজী সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ‘সিকদার জুয়েলার্সের কারখানা’তে বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে এই চুরি সংঘটিত হয়। জানা যায়, ওই রাতে কারখানার কারিগররা নিয়ম অনুযায়ী কাজ শেষ করে রাত সাড়ে ১০টার দিকে কারখানা বন্ধ করে চলে যান। তবে গভীর রাতে কোনো এক সময় সংঘবদ্ধ চোরের দল জানালার গ্রীল কেটে কারখানার ভিতরে প্রবেশ করে চুরি করে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে কারিগররা দোকানটি খুলে দেখেন, ড্রয়ারগুলো ভাঙা ও কারখানার সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে দোকান মালিক সঞ্জীব সিকদারের নজরে আসে, যিনি পাংশা মডেল থানায় এই ঘটনার খবর দেন। সিকদার জুয়েলার্সের মালিক সঞ্জীব সিকদার বলেন, ‘কারিগররা রাত সাড়ে ১০টার সময় কাজ শেষ করে কারখানা বন্ধ করে চলে গেছেন। সকালে এসে দেখছি, সবকিছু এলোমেলো এবং ড্রয়ারগুলো ভাঙ্গা।’ তিনি আরও জানান, চুরির পর কারখানা থেকে প্রায় ১০ ভরি স্বর্ণ ও ৩০ থেকে ৩৫ ভরি রূপা চুরি হয়েছে। একই রাতে শহরের অনুপ দত্ত নিউ মার্কেটের ছাদে অবস্থিত মৌচাক রেস্টুরেন্টেও চুরির ঘটনা ঘটে। রেস্টুরেন্টের মালিক নাজমুল আলম বলেন, ‘রাতে চোর জানালা দিয়ে ঢুকে প্রায় ২ হাজার ২শত টাকার সিগারেট নিয়ে গেছে।’ খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, ‘সিকদার জুয়েলার্সের কারখানায় গত রাতে চুরির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি এবং তদন্ত শুরু করেছি। বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আশাকরি দ্রুতই দোষীদের শনাক্ত করতে পারব।’ এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।