ঢাকা | বৃহস্পতিবার | ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বদলগাছীতে শিশুদের অংশগ্রহণে রঙিন ‘শিশু সমাবেশ’

নওগাঁর বদলগাছীতে শিশুদের অংশগ্রহণে এক সুন্দর ও উৎসাহজনক ‘শিশু সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকাল থেকে বদলগাছী কারিগরি ও বাণিজ্যিক কলেজের মিলনায়তনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির (বিসম) আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর রহমান। এ ছাড়া বিভিন্ন বিশেষ অতিথি ও বক্তা ছিলেন ফটোসাংবাদিক মো. সাজ্জাদ হোসেন, সোহানি ইসলাম সমাপ্তি (বিসম অ্যাসোসিয়েটসের প্রতিনিধি), এবং বাংলাদেশ মহিলা সমাজকল্যাণ সংস্থার প্রকাশনা সম্পাদক আলেয়া বেগম আলো।

ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ— তাদের সফলতা ও উন্নত জীবন গড়ে তুলতে পরিবার ও সমাজের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।