ঢাকা | রবিবার | ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

২৩ কিলোমিটার দীর্ঘ যানজট, যাত্রী ও ট্রাক চালকদের চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের অংশে দীর্ঘ ২৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়, যা সাধারণ মানুষ এবং পরিবহন চালকদের জন্য ব্যাপক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যানজটের জন্য মূলত মহাসড়কের মোগড়াপাড়া এলাকার একটি যানবাহনের বিকল হওয়া অন্যতম কারণ বলে জানা গেছে। সকালে কিছুটা যানজট কমলেও দুপুরের পর আবারও তা তীব্র আকার ধারণ করে। এতে দূরপাল্লার পরিবহনসহ সাধারণ যাত্রীরা ব্যাপক সমস্যায় পড়েছেন। অনেকেরই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, গাড়ি দাঁড়িয়ে থাকায় তাদের প্রতিদিনের পরিকল্পনা ভেঙে পড়ছে।

কুমিল্লার চাঁদপুরের মোঃ আনোয়ার নামের এক যাত্রী দৈনিক বাংলাকে বলেন, ‘সকালে ঢাকা থেকে বাসে উঠে শিমরাইল এসে ৩ থেকে ৪ ঘণ্টা যানজটে আটকে থাকছি।’ অন্য আরেকজন যাত্রী আছিয়া আক্তার বলেন, ‘নিলাচল পরিবহনে শিমরাইল থেকে উঠেছি। কাঁচপুর পার হতে দুই ঘণ্টা লেগেছে, এখনো গাড়ি চলছে না। পুলিশ কিছু করছে বলে মনে হয় না।’