ঢাকা | সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পদ্মায় ফেরিডুবি: ১০ জনকে জীবিত উদ্ধার

পদ্মায় পাটু‌রিয়া ফে‌রিঘা‌টে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে বেলা পৌনে ১১টা পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ শাহ খালেদ নেওয়াজ বলেন, ‘ফেরিতে নয়টি যানবাহন ও যাত্রী ছিল। ফেরিতে থাকা মানুষের চিৎকার শুনে মাছ ধরা ট্রলারে স্থানীয়রা এসে ১০ জনকে উদ্ধার করে। খবর পেয়ে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেছে। অনেকেই নিখোঁজ রয়েছেন।’

সর্বশেষ খবর অনুযায়ী জীবিত উদ্ধার করা ১০ জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।