ঢাকা | সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে হাওর রক্ষা বাঁধ নির্মাণে ধীর গতি, কৃষকরা উদ্বিগ্ন

চলতি বোরো মৌসুমে সিলেটের চার জেলায় অকাল বন্যা ও পাহাড়ি ঢল থেকে বোরো ফসল রক্ষায় ‘হাওর রক্ষা’ প্রকল্পের কাজ শুরু হয়েছে। কিন্তু নির্ধারিত সময়ের এক মাস অতিবাহিত হলেও  সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে এখনো ৪০০ প্রকল্পের কাজ শুরু হয়নি।  বিধি মোতাবেক হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের সময়সীমা ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে হাওর পাড়ের কৃষক ও ‘হাওর বাঁচাও’ আন্দোলনের নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার সোমবার সন্ধ্যায় ইত্তেফাককে জানান, তিনি গত কয়েক দিনে তাহিরপুর, মধ্যনগর, জামালগঞ্জ, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় হাওর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্টদের দ্রুত কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন। আশা করি নির্দিষ্ট সময় কাজ শেষ হবে, বলেন এই কর্মকর্তা।

প্রতি বোরো মৌসুমে সিলেটের বোরো প্রধান সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার থেকে প্রতি বোরো মৌসুমে প্রায় ২০ লাখ মেট্রিকটন ধান কৃষকের গোলায় ওঠে। আসাম ও মেঘালয়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চলটি অনেকটাই প্রকৃতিনির্ভর। বর্ষায় অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে এই এলাকায় ফসল ডুবির ঘটনা ফি-বছর। তাই বিশাল এই খাদ্যভাণ্ডার রক্ষায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ  প্রকল্প হাতে নেওয়া হয়।

চলতি মৌসুমে চার জেলার হাওর রক্ষা প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১৩৩ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বোরো এলাকা সুনামগঞ্জ জেলার জন্য বরাদ্দ ১২৪ কোটি টাকা। সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ডের ৭৩৩টি প্রকল্পের মধ্যে ৩২৪ টিতে কাজ চলছে। বাঁধ নির্মাণের দায়িত্বে থাকা ব্যক্তিরা কাজের অগ্রগতি ১০ শতাংশ দাবি করলেও  ’হাওর বাঁচাও’ সংগঠনটির নেতারা বলছেন ভিন্ন কথা। তারা বলেছেন, কাজে ঢিলেমি ও অনিয়মের কারণে এখনো ৮০ ভাগ প্রকল্পের কাজই শুরু হয়নি। তবে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন কর্মকর্তারা বলছেন, সংসদ নির্বাচন, হাওর থেকে পানি ধীরে নামা ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে রাজনৈতিক চাপ ও নানা অভিযোগের কারণে কোনো কোনো স্থানে কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়।

সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণসংক্রান্ত জেলা কমিটির সভা সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় রবিবার। জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বাঁধ নির্মাণের সর্বশেষ অবস্থা তুলে ধরেন সদস্যসচিব ও সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার। জেলা প্রশাসক কমিটির সদস্যদের বক্তব্য ও  ক্ষোভ শুনে আগামী দুদিনের মধ্যে সব পিআইসি গঠন ও প্রকল্পের কাজ শুরুর নির্দেশ দেন। তিনি বলেন, কাজে গতি বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। একই সঙ্গে তদারকি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।