ঢাকা | শুক্রবার | ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত পিস্তল উদ্ধার, ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমানকে হত্যাচেষ্টা চালানোর ঘটনায় র‍্যাব পিস্তলসহ মূল সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের বাবা-মা’কে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে মো. হুমায়ুন কবির ও মোসা. হাসি বেগমকে আটক করে র‍্যাব-১০। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। এর পাশাপাশি, র‌্যাব আরও জানিয়েছে, নরসিংদী সদর থানার তরুয়া বিলের পানির নিচ থেকে অস্ত্র ও গুলির ভা‍ঁটি উদ্ধার করা হয়েছে, ধারণা করা হচ্ছে সেটিই সেই পিস্তল, যা হামলার সময় ব্যবহৃত হয়েছিল। তবে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে র‍্যাব জানিয়েছে। এছাড়া, অভিযানের সময় একটি খেলনা পিস্তলও উদ্ধার হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ঘটনার পর ফয়সাল আগারগাঁওয়ের তার বোনের বাসায় যান এবং আলামত নষ্টের জন্য চেষ্টা করেন। তিনি তার ব্যবহৃত একটি ফোন ফেলে দেন এবং আরেকটি ফোন মায়ের কাছ থেকেই রাখেন। তদন্তে প্রকাশ, ফয়সালের বাবা-মা তাকে পালাতে সহযোগিতা করেছেন, বাবার মাধ্যমে তিনি সিএনজি ভাড়া করে দেন এবং আর্থিক সাহায্য প্রদান করেন। পরে তারা কেরাণীগঞ্জে ছোট ভাইয়ের বাসায় গিয়ে নতুন সিমই কিনে ব্যবহার শুরু করেন। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে জখম করেন। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তদন্তে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী ফয়সাল ছাত্রলীগের সাবেক নেতাএবং ছদ্মবেশে কিছুদিন ধরে হাদির নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন।