ঢাকা | বৃহস্পতিবার | ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাজুসের প্রধান উপদেষ্টা হিসেবে আনভীর ও সভাপতি দোলন

দেশের প্রাচীন ও জনপ্রিয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ও আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের কর্ণধার এনামুল হক খান দোলন।

১৫ ডিসেম্বর সোমবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বাজুসের কার্যালয়ে সংগঠনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের শেষে সংগঠনের প্রথম প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সায়েম সোবহান আনভীরকে সংগঠনের প্রধান উপদেষ্টা এবং সাবেক সব সভাপতি ও প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হবে।

এ সময় বক্তব্য দেন বাজুসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রনজিত ঘোষ, ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, আজাদ আহমেদ, অভি রায়সহ অন্যান্য নেতৃস্থানীয় কর্মকর্তারা। এই নতুন নেতৃত্বের মাধ্যমে বাজুস আরও সক্রিয় ও গতিশীল হয়ে দেশের স্বর্ণ ও রত্ন শিল্পের উন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছে সংগঠনের বিভিন্ন সদস্য।