ঢাকা | সোমবার | ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাকে যারা চিনেনি, তারা এখনও মাটির নিচে বসবাস করে’

আলোচনায় আবারো এসেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী। তার বক্তৃতার একটি ভয়েস ক্লিপ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠেছে। তিনি বলেন, ‘আমাকে যারা চিনেনি, তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখছি, আল্লাহ আমার জন্য আছে। আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে।’ এই বক্তব্য চলাকালে তিনি অনুরোধ করেন, বহু মানুষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, অনাকাঙ্ক্ষিত কথাবার্তা বলছেন—“খবরদার, খবরদার, খবরদার”—প্রতিশ্রুতি দেন যে, তিনি অসাধারণ কোনও অহংকারে নয়, বরং আল্লাহর উপর বিশ্বাস রাখেন। তিনি বলেন, ‘আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনেননি, তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমি সব সময় আল্লাহর উপর ভরসা করি। আল্লাহ আমাদের জন্য ভালো করবেন।’

চট্টগ্রাম জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন, গত ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় একটি গণসংযোগের সময়ে এই বক্তব্য রেখে গেছেন শাহাজাহান চৌধুরী। তবে সম্প্রতি এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে চট্টগ্রামে তারকা আলোচনা শুরু হয়। এতে দেখা যায়, তিনি আরও বলেন, ‘চূড়ুর বুদুর করিও না, লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়ে এসেছি। ১৮ বছর বয়সে ৯ বছর জেল খেটেছি। আমি টাকা-পয়সা চাই না, ধনদৌলত বা পরিবারকেও চাইনি। আমি এসে আপনাদের দোয়া চাই।’

তিনি আরও বলেন, ‘আপনাদের দোয়া করবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আমার চোখের পানি বৃথা যায়নি। এই চরটি আমার শায়েখ, ওস্তাদ মাওলানা মমিনুল হকের জন্মস্থান। আমি এই এলাকার মাটি ও মানুষকে সম্মান করি। এখানে কোনও রাজনীতি বা রাজনৈতিক মার্কা নেই—সাতকানিয়া-লোহাগাড়ার একটাই মার্কা, সেটা হলো দাঁড়িপাল্লা।’ উল্লেখ্য, শাহাজাহান চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন।