ঢাকা | বুধবার | ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৬ হিজরি

৭ রানে অলআউট হয়ে বিব্রতকর বিশ্বরেকর্ড!

টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে ক্রিকেট পরিধি ছড়িয়েছে বেশ। কিন্তু এর ফলে অনেক আনাড়ি দেশও এখন ব্যাট-বল নেড়েচেড়ে দেখছে। তাতে একের পর অদ্ভুতুড়ে রেকর্ডের সাক্ষী হচ্ছে বিশ্ব ক্রিকেট।

এই যেমন গত বছর সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়া এবং স্পেনের বিপক্ষে আইল অব ম্যানের ইনিংস শেষ হয়েছিল ১০ রানে। এবার সে রেকর্ডও গুটিয়ে গেল। কারণ আফ্রিকার দেশ আইভরি কোস্ট যে ২০ ওভারের ম্যাচ খেলতে নেমে অলআউট হয়ে গেছে মোটে ৭ রানে।

আগামী  টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফ্রিকা অঞ্চলের প্রাথমিক যোগ্যতা অর্জনের ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে এই বিব্রতকর কীর্তিতে নাম উঠেছে তাদের। ম্যাচটি নাইজেরিয়া জিতে নিয়েছে ২৬৪ রানে।

ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ২৭১ রান করেছিল নাইজেরিয়া। ২৭২ রান তাড়া করতে নেমে ৭.৩ ওভারে ৭ রান করতেই ১০ উইকেট খোয়া যায় আইভরি কোস্টের।

দলের আট ব্যাটার কোনো রান করতে পারেননি। সর্বোচ্চ ৪ রান এসেছে ওপেনার উয়াত্তারা মোহামেদের ব্যাট থেকে। অবশ্য কোনো উইকেট না হারিয়েই ৪ রান তুলে ফেলেছিল দলটি। এরপরই ৩ রানের মধ্যে ১০ উইকেট হারানোর অবিশ্বাস্য ঘটনার জন্ম দেয় আইভরি কোস্ট।