প্রায় ২০ বছর ধরে এশিয়ান গেমসে পদকহীন থাকছে বাংলাদেশ পুরুষ কাবাডি দল। পাশাপাশি, নারী কাবাডিতে চলতি সময়ে পদকবঞ্চিত থাকছে ১১ বছর ধরে। তবে এই অঙ্গনে কিছু ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি, কারণ ঘরোয়া কাবাডিতে অর্থের অভাব নেই। কিন্তু এই উন্নতির সঙ্গে সত্ত্বেও আন্তর্জাতিক পর্যায়ে ফেরত আসতে হচ্ছে খালি হাতে। তবে দেশের কাবাডি প্রেমীদের জন্য খুশির খবর হলো, বাংলাদেশে এবার অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ কাবাডি। গত বৃহস্পতিবার বাংলাদেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘কাবাডির উন্নতি দৃশ্যমান। আপনি নিজেই দেখতে পাচ্ছেন, দেশজুড়ে চলমান হচ্ছে জাতীয় কাবাডি। এবার হবে নারীদের বিশ্বকাপ কাবাডি।’
