ঢাকা | সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পাকিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ

হুট করে পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্ব ছাড়ছে গ্যারি কার্স্টেন। এরপর লাল বলের কোচ জেসন গিলেস্পিকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। স্থায়ী কোচ নিয়োগের আগ পর্যন্ত তারই দায়িত্ব পালন করার কথা ছিল। তবে নতুন করে সাদা বলের জন্য আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।

সোমবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে সাবেক পাক পেসার আকিব জাভেদকে ওয়ানডে এবং টি টোয়েন্টি দলের কোচ হওয়ার কথা জানিয়েছে পিসিবি। তবে এখনই দায়িত্বে যোগ দিচ্ছেন না তিনি। আফ্রিকা সফরে থাকছেন গিলেস্পিই। ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত এই পদে থাকবেন আকিব। একই সঙ্গে নির্বাচক কমিটির সদস্যও থাকবেন তিনি।

পিসিবি তাদের বিবৃতিতে এটাও জানিয়েছে যে সাদা বলের জন্য শিগগিরই স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে। হয়তো সেটা চ্যাম্পিয়নস ট্রফির পর। পাকিস্তানে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ার কথা চ্যাম্পিয়নস ট্রফি।

পাকিস্তানের পরবর্তী সূচিতে আছে জিম্বাবুয়ে সফর। ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।