ঢাকা | রবিবার | ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কুমিল্লায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা শহরের রেসকোর্স এলাকার নিজ বাসা থেকে মিলন আক্তার (৫৪) নামে এক নারীর খচখচে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ফ্ল্যাটের খাটের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত মিলন আক্তার বুড়িচং উপজেলার নিমসার (শিকারপুর) গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রেসকোর্সের মজুমদার ভিলায় বসবাস করতেন। জানা যায়, প্রায় ১৫ বছর আগে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি নিজের মা ও পরিবারের সঙ্গে থাকতেন। তবে চার-পাঁচ দিন আগে তার মা নোয়াখালীতে চিকিৎসার জন্য চলে যান। তখন থেকে তিনি একাই বাসায় ছিলেন। অন্যদিকে, মিলনের তিন মেয়ে ওজনের মধ্যে একজন ইউরোপে তার স্বামীর সঙ্গে থাকেন, অন্য একজন বিবাহসূত্রে নোয়াখালীতে থাকেন। আর তানজিনা আক্তার নামের এক মেয়ে রেসকোর্স এলাকার ভাড়া বাসায় থাকেন। বৃহস্পতিবার থেকে তানজিনা তার মাকে ফোন দিয়ে না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় এসে দরজা খুলে দেখলেন মা বাসায় আছেন না। এরপর খাটের নিচে রক্ত দেখে তিনি হতবাক হয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের ভাতিজা মো. মাসুদ বলেন, “গতকাল সকালে সাড়ে ৯টায় আমার সঙ্গে ফুফুর কথা হয়েছিল। আজ শুনি, আমার ফুফু মারা গেছে। খাটের নিচে ফুফুর মরদেহ কীভাবে গেলো, এটা নিশ্চিতভাবেই হত্যাকাণ্ড। সেখানে একটি ছুরিও পাওয়া গেছে।” কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।” তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।