ঢাকা | শনিবার | ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফরিদপুরে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপির যিনি ধানের শীষ প্রতীক পাবেন, তিনি জয়ী করতে আমরা সবাই একযোগে কাজ করবো। নির্বাচনে যদি ধানের শীষ প্রতীক হারায় তা শুধু হারতেই হবে না, বরং আমাদের অস্তিত্বের প্রশ্ন তোলে। তাই আমাদের দল ও সংগ্রামের জন্যে এই প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলের উচিত দৃঢ় প্রত্যয় এবং একযোগে কাজ করা।

গত বুধবার রাতে শহরের হাবেলি গোপালপুরে আফজাল হোসেন খান পলাশের বাসভবনে এ সভার আয়োজন করা হয়, যেখানে রাজনীতির কাঠামো মেরামত ও সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সভায় নেতারা ঘোষণা দেন, তারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের জন্য অকুতভয় ও সাহসীভাবে মাঠে থাকবেন এবং এই জন্যে নতুন নেতৃত্বের প্রয়োজন দেখা দিলে জেলা বিএনপির পরবর্তী সভাপতি হিসেবে আফজাল হোসেন খান পলাশকেই মনোনীত করার কথা পেশ করেন। তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রত্যেকটি কর্মসূচিতে আফজাল হোসেন খান পলাশের নিরলস অংশগ্রহণের জন্যে তিনি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা।

সভাপতির বক্তব্যে আফজাল হোসেন খান পলাশ বলেন, এই নির্বাচনের জন্য আমাদের কী করতে হবে, কী ধরনের প্রস্তুতি নিতে হবে—সেটা জানা ও সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই সভার আয়োজন। তিনি আরো বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সুযোগ্য সন্তান আমি ১৭ বছর ধরে ফরিদপুরের রাজপথে আন্দোলনে সক্রিয় থাকছি। আমার বিরুদ্ধে ২৫টির অধিক মামলা রয়েছে। ওয়ান ইলেভেনের সময় জাতীয় পর্যায়ের চক্রান্তে আমি লক্ষ্যবস্তু ছিলাম, কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত প্রতিহত করে বিএনপির ধানের শীষকে বিজয়ী করে ছাড়ব।’

এখানে অতিথি ও বক্তাদের মধ্যে ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, যুগ্ম আহ্বায়াক সামসুল আরেফিন সাগর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ সালাম লাল, সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, যুবদলের নেতারা, যুবদল নেতা জাহাঙ্গীর কবির ও আলতাফ হোসেন, এছাড়া বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ৪৫ জন বক্তা বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।