ঢাকা | শুক্রবার | ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অবশেষে যুক্তরাজ্যে গাইবেন বাংলার সংগীতের অশ্রুতিলেখা সাবিনা ইয়াসমিন

আগামী ১৯ অক্টোবর লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব’। এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ দিন ধরে দেশের বাইরের দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়া এই গায়িকা এই প্রথমবারের মতো যুক্তরাজ্যভিত্তিক এই সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশ করবেন।

গত রোববার, বাংলাদেশ থেকে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে যোগ দিতে, সাবিনা ইয়াসমিন যুক্তরাজ্যে পৌঁছেছেন। তার এই সফর যেন এক সৌন্দর্য আর গানের বার্তা নিয়ে আসে। অনুষ্ঠানে তিনি যথারীতি তার জনপ্রিয় গানের দলভুক্ত কিছু জনপ্রিয় পরিবেশনা উপহার দেবেন, যেখানে তার সঙ্গে থাকবেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল। পাশাপাশি থাকবেন যুক্তরাজ্যের গুণী সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকও।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি আর সংগীতের ছোঁয়া প্রবাসেও ছড়িয়ে দিতে হবে, এটাই আমাদের লক্ষ্য। বিদেশের মঞ্চে গিয়ে যখন গান গাই, তখন আমার মনে হয় যেন একখণ্ড বাংলাদেশ স্পষ্টভাবে দেখা যায়। আমি চেষ্টা করবো, আমুলের মতো গান গেয়ে প্রবাসী ভাইবোনদের মন জয় করে নিতে।’

‘লন্ডন বাংলা বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের’ ১৬তম আসর দিনব্যাপী অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব সকাল ১২টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত চলবে, যেখানে থাকছে কবিতা পাঠ, শিশু-কিশোরদের আবৃত্তি ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় পর্ব শুরু হবে সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত, যেখানে বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান শেষে, সাবিনা ইয়াসমিন ২৫ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানিয়েছেন। তার এই সফর বাংলার সংগীতপ্রেমী দর্শকদের জন্য এক অনন্য উপহার।