ঢাকা | বুধবার | ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহ বিভাগের চার জেলায় ঢাকামুখী বাস চলাচল বন্ধ

শ্রমিকদের গ্রেপ্তার ও বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ বিভাগে চারটি জেলা থেকে ঢাকামুখী সমস্ত বাসের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এর ফলে বাসে যাত্রা করা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। রোববার ভোর থেকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং কিশোরগঞ্জ জেলার সব রুটে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করা হয়। অনেক যাত্রীর আগেই টিকিট কাটলেও নির্ধারিত সময়ে বাস না পেয়ে তারা বিপাকে পড়েছেন। ভোরে বাসস্ট্যান্ডে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন তারা, অনেকে বিকল্প বাহনের জন্য ছুটছেন। জানা যায়, হালুয়াঘাটের JULAYUDDAHA আবু রায়হান গত শুক্রবার রাতে বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে নিজেকে JULAYUDDAHA বলে পরিচয় দেওয়া রায়হান একাধিকবার দুঃখ প্রকাশ করলেও অরুণ ঝন্টু তার প্রতি অশালীন ভাষা ব্যবহারে লিপ্ত হন এবং তাকে বাস থেকে নামিয়ে দেন। এরপর রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডের ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ ঝন্টুকে পুলিশ আটক করে। এই ঘটনার জেরে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে।