ঢাকা | মঙ্গলবার | ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দৌলতপুরে মা ইলিশ রক্ষায় অভিযান, অবৈধ জাল জব্দ ও জেলেকে জরিমানা

কুষ্টিয়ার দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণে সরকারের ঘোষণা অনুযায়ী নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে। মঙ্গলবার ৭ অক্টোবর সকালে শুরু করে বিকেল পর্যন্ত এ অভিযান চলে, যেখানে প্রায় ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক জেলেকে জরিমানা করা হয়। জনি হোসেন (৩০) নামে এক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়, যার বিরুদ্ধে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার করার অভিযোগ ছিল। এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। জব্দকৃত জালগুলো পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে মৎস্য অধিদপ্তর আরও ৫ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস করেছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমদ, দৌলতপুর থানার পুলিশ সদস্যরা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমদ বলেছেন, ‘মা ইলিশের প্রজনন ও রক্ষায় পদ্মা নদীতে সব ধরণের মাছ শিকারে বর্তমানে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানো হয়। আজকের অভিযানে ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে এক জেলেকে জরিমানা করা হয়েছে। মা ইলিশ রক্ষায় এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’