ঢাকা | বুধবার | ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পরীমনি বাচ্চা নিয়ে সেঞ্চুরি করতে চান

ঢালিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী পরীমনি এবার সেই দশম পর্বে হাজির হয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এ। এই কনভারসেশনে তিনি অনেক চমকপ্রদ ও ব্যক্তিগত কথা বলেছেন, যা তিনি আগে কখনো প্রকাশ করেননি। প্রায় ১০০ মিনিটের এ কথোপকথনে পরীমনি বলেছেন, তিনি এখন অনেক বেশি পরিণত হয়েছেন। আগে তার কাজের ব্যাপারে বেশি চিন্তা না করলেও এখন তিনি সবকিছু ভেবেচিন্তে করেন, এর পেছনে প্রধান কারণ হলো তার সন্তানরা। তিনি শেয়ার করেন, এখন তার কোনও সঞ্চয় থাকত না, কিন্তু এখন তিনি প্রতি মাসে কিছু অর্থ জমা করেন যাতে তার সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে। পরীমনি মজা করে বলেন, আমি এখন পুণ্য ও প্রিয়মের মা, তবে আরও ৯৮টি সন্তান চাই। তিনি চান, সব সন্তান যেন ভালো মানুষ হয়, সেই আশা করে মহান আল্লাহ যেন তাদের কল্যাণের জন্য বড়লোক করে দেন। তিনি মনে করেন, বর্তমান যুগে সন্তান বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন। কোনোক্রমে তিনি বা অন্যরা ব্যর্থ হতে পারেন, কিন্তু মা হিসেবে সে কখনো নিজেকে ব্যর্থ করতে চান না। কথার ফাঁকে তিনি জানিয়ে দেন, সিনেমায় অভিনয়ের আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে সেদিনের একসাথে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতই মুগ্ধ হন যে, পালিয়ে গিয়ে শুরু করেন ওই স্কুলের পড়াশোনা। এই পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।