ঢাকা | বুধবার | ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুক্তি পেল প্রথম সিনেমা, নায়িকা লাপাত্তা!

চার বছর আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছিল এবং ২০২১ সালে এর মুক্তির অনুমতি পাওয়া যায়। তবে সেই সময় বিভিন্ন ঘটনাসংবলিত বিতর্কের কারণে শুটিংয়ের সময় নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সব জটিলতা কাটিয়ে, শেষমেশ গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটি। তবে আশ্চর্য হচ্ছে, এই প্রশংসিত ছবি মুক্তি পেলেও এখন পর্যন্ত নায়িকা নিশাত নাওয়ার সালওয়ারের কোনো খোঁজ মিলছে না।

সিনেমার সঙ্গে যুক্ত সবাই তার অবস্থান বা যোগাযোগের বিষয়ে কিছু বলতে পারছেন না। তার ফেসবুক প্রোফাইলে থাকলেও সিনেমার প্রোমশন বা আপডেট দেখা যায়নি। এ বিষয়টি উল্লেখ করে সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘নায়িকার সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। তিনি কোথায় আছেন, তা আমাদের জানা নেই। যদি যোগাযোগ থাকত, তবে নিশ্চয়ই তার খোঁজ পেতাম। এখন যেখানে কোনও খোঁজই 없다, সেখানে সিনেমার প্রচার চালানো কঠিন।’

প্রসঙ্গত, নিশাত সালওয়া ২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হিসেবে প্রথম পরিচিত হন। এরপর তিনি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন এবং অবশেষে সিনেমায় নাম লেখান। তার প্রথম সিনেমা ছিল ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এই সিনেমার শুটিং ২০২০ সালে শেষ হয়, তবে বিভিন্ন কারণে মুক্তি পিছিয়ে যায়। এর মধ্যেই তিনি তার অন্য দুটি সিনেমা—‘বুবুজান’ ও ‘বীরত্ব’-এর মুক্তি পান। পাশাপাশি, তিনি বরেণ্য অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরীর পরিচালনায় ‘এই তুমি সেই তুমি’ সিনেমায় অভিনয় করেন। এই সিনেমার শুটingtো শেষ হলেও তার মুক্তির কোন ঠিক সময় জানা যায়নি।

অবশেষে, পাঁচ বছর আগে শেষ হওয়া এই প্রথম সিনেমাটি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরও, নায়িকা এখনো অজ্ঞাতস্থানে থাকায় ব্যাপারটি অনেকের জন্যই অজানা ও রহস্যপূর্ণ রয়ে গেছে।