ঢাকা | মঙ্গলবার | ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাঁদপুরে উদ্ধার অবিস্ফোরিত গ্রেনেড

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বালুচর এলাকায় এক অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। ঘটনার দিন শনিবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে ওই গ্রেনেডটি উদ্ধার করে। পরে সেটিকে নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়। নিরাপত্তা বিভাগ এটি আগামীকাল নিষ্ক্রিয় করবে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে এক শিশু নদীর পাড়ে খেলাধুলা করছিল, তখন সে একটি অচেনা বস্তু দেখতে পায়—সেখানে গিয়ে সেটি গ্রেনেড থাকতে পারে বলে ধরে নেয়। পরে সে বিষয়টি পরিবারের কয়েকজনের কাছে জানায়। বিষয়টি বুঝতে পেরে তারা দ্রুত স্থানীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপদ করে, এরপর বিশেষজ্ঞরা অবিস্ফোরিত গ্রেনেডটি উদ্ধার করতে সক্ষম হন। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ব্যবস্থা নিলে স্থানীয়রা আমাদের সহযোগিতা করে। সেনাবাহিনী এসে সেটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।’

চাঁদপুরে দায়িত্বে থাকা সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হয়। এখন সেটি বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে আগামীকাল বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হবে, যা সম্পূর্ণ নিরাপদ।’