ঢাকা | সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চাঁদপুরে ৩৫ মণ পলিথিন জব্দ, ৫ ব্যবসায়ীর জেল

চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৩শ ৯২ কেজি (৩৪.৮ মণ) নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ২ জন ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদণ্ড (জেল) ও কারাদণ্ডপ্রাপ্ত একজনসহ অপর তিনজন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বুধবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটার দিকে পৌরসভাধীন হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন।

এসময় নিষিদ্ধ পলিথিন জব্দের পাশাপাশি ২ জন ব্যবসায়ীকে ৪ দিন করে জেল ও কারাদণ্ডপ্রাপ্ত একজনসহ অপর ৩ জন ব্যবসায়ীকে পৃথক হারে মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বুধবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হাজীগঞ্জ বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, চাঁদপুর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে আবুল কালাম ও মিজানুর রহমান নামের দুইজন ব্যবসায়ীকে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, এর মধ্যে মিজানুর রহমানকে কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

একই সময়ে মাইনুদ্দিন নামের অপর এক ব্যবসায়ীকে নগদ ১ হাজার, রাসেলকে ৫’শ ও সফিকুর রহমানকে ১ হাজার ৫’শ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় অন্যান্য ব্যবসায়ীকে পলিথিন বিক্রয় ও ব্যবহার না করা এবং পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগের ব্যবহারের নির্দেশনা দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এসময় তিনি বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করে সরকার। এরপর গত ১ নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়। ওই সময়ে বলা হয়, কোনো সুপারশপ বা কাঁচা বাজারে যদি পলিথিন ব্যাগ ব্যবহার করা হয়, তাহলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করে সরকার। এরপর গত ১ নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়।

ওই সময়ে বলা হয়, কোনো সুপারশপ বা কাঁচা বাজারে যদি পলিথিন ব্যাগ ব্যবহার করা হয়, তাহলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।