প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুদিনই থাকছে, তবে শিক্ষাপঞ্জির অন্যান্য ছুটি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
উপদেষ্টা উল্লেখ করেন, ‘আমি মনে করি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্যই হলো স্বাক্ষরতা বৃদ্ধি। স্কুলের পর্যায়ে স্বাক্ষরতা অর্জনের জন্য আমাদের অনেক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে হয়। কেন আমরা উন্নতিতে পিছিয়ে থাকছি, সেটাই আমি আপনাদের সামনে প্রকাশ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘স্কুলে পড়াশোনা সফলভাবে সম্পন্ন করতে হলে একটি গুরুত্বপূর্ণ শর্ত হল কন্ট্রাক্ট আওয়ার, অর্থাৎ একজন শিক্ষক কত সময় ছাত্রদের পড়ানোর জন্য দিতে পারছেন। এই কন্ট্রাক্ট আওয়ার নির্ভর করে স্কুল কত দিন খোলা থাকে। আপনি যদি ক্যালেন্ডার দেখেন, তবে দেখা যাবে যে বছরে মাত্র ১৮০ দিন স্কুল খোলা থাকে। এর মানে, আমরা অনেক অপ্রয়োজনীয় ছুটি নিয়ে থাকি।’
উপদেষ্টা আরও জানান, ‘আমরা চেষ্ট করছি কিছু ছুটি কমানোর ব্যবস্থা নেওয়া, এর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একত্রে কাজ করছি। বিচ্ছিন্নভাবে এটি করা সম্ভব নয়।’
সপ্তাহে দুই দিন ছুটি থাকলে তা এক দিন করতে পারেন কিনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই নিশ্চিত করে বলতে পারছি না, তবে আমাদের লক্ষ্য হচ্ছে ক্যালেন্ডার থেকে কিছু ছুটি কমানো। তবে, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে একই রকম ছুটি নির্ধারণ থাকায় প্রাথমিক বিদ্যালয়ে তা আলাদাভাবে পরিবর্তন একটু কঠিন।’
অতিরিক্ত জানাতে চাইলে, তিনি বলেন, ‘যদি এই সিদ্ধান্ত finalized হয়, তবে আপনাদের জানিয়ে দেওয়া হবে।’