গত ৩ থেকে ১০ আগস্ট ভারতের হায়দ্রাবাদে হওয়ার কথা ছিল নারী কাবাডি বিশ্বকাপ। তবে ভারতের কোনও কারণে পাকিস্তানের খেলোয়াড়রা অংশ নিতে অনীহা প্রকাশ করলে, এই আন্তর্জাতিক আসরটি স্থগিত হয়ে যায়। এ পরিস্থিতিতে, বিশ্ব কাবাডি সংস্থা (International Kabaddi Federation) বাংলাদেশের রাজধানী ঢাকাকে বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনা করছে। সবকিছু ঠিক থাকলে, এ মাসেই ঢাকায় অনুষ্ঠিত হবে নারী কাবাডি বিশ্বকাপের আসর।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমাদের একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে এ দেশে এই প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকার যদি সবুজ সংকেত দেয়, তাহলে এই মাসেই আমাদের দেশে নারী কাবাডি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা সম্ভব হবে।’
জাতীয় ক্রীড়া পরিষদের বিদায়ী নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে এই বিষয়ে আবেদন করেছি, যা ইতোমধ্যে পাঠানো হয়েছে। এখন এটি অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যদি তারা অনুমোদন দেয়, তাহলে বাংলাদেশে এ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এ আসরে ১৪টি দল অংশগ্রহণের কথা রয়েছে।’