বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কর্ণফুলী টানেল মেইনটেন্যান্স ও রক্ষণাবেক্ষণের জন্য ট্রাফিক ডাইভারসন চালু থাকবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানেলের রুটিন রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে শুরু করে ৩০ আগস্ট পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই ডাইভারসন কার্যকর থাকবে। এ সময়ে, পতেঙ্গা থেকে আনোয়ারা যানবাহনগুলোকে নিয়ন্ত্রণের জন্য ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউব ট্রাফিক ডাইভারসন করে ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবের মাধ্যমে গমনাগমন চালু থাকবে। ট্রাফিকের পরিমাণ অনুযায়ী, এই সময়ে যানবাহনগুলোকে উভয় টিউবের মধ্যে অপেক্ষমাণ থাকতে হতে পারে, সর্বোচ্চ দশ মিনিট। কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণের জন্য এই ডাইভারসন অতি গুরুত্বপূর্ণ, তা সত্ত্বেও নাগরিকদের সহযোগিতা ও সংযমের অনুরোধ করেছে সেতু কর্তৃপক্ষ।
