ঢাকা | বৃহস্পতিবার | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আটোমেট্রিক গ্যাসের জন্য ১০% বরাদ্দের হাতছানি: অটোগ্যাস মালিকদের জরুরি আবেদন

দেশজুড়ে এলপিজি অটোগ্যাসের অবস্থা বেশ গুরুতর হয়ে পড়েছে। সংকটের কারণে অধিকাংশ গ্যাস স্টেশন বন্ধ হয়ে গেছে, যা একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। এর ফলে আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এলপিজি অটোগ্যাস স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপের মালিক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির নেতারা একটি জরুরি দাবি উপস্থাপন করেন। তারা জানান, প্রতিমাসে দেশে মোট ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন এলপিজির মধ্যে অন্তত ১০ শতাংশ বা প্রায় ১৫ হাজার মেট্রিক টন যেন বাধ্যতামূলকভাবে অটোগ্যাস স্টেশনে সরবরাহ করা হয়। নয়তো পরিবেশবান্ধব এবং প্রশস্ত এই বিকল্প জ্বালানি শিল্পটি খুব দ্রুত ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে।