নাস্তিক্যবাদী ম্যাগাজিনের সম্পাদক সহ মোট ১৩ জন লেখকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করা হয়েছে।
আজ সোমবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুর রহমানের আদালতে মোঃ হাবিবুর রহমান নামে ঢাকা মহানগর হেফাজত ইসলাম বাংলাদেশের এক কর্মী মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম ডিভিশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, এথিস্ট নোট নামক ম্যাগাজিনের ‘এপ্রিল-জুন (২৪তম)’ সংখ্যায় সম্পাদক খায়রুল্লা খন্দকার সহ মোট ১৩ জন লেখক ইসলাম ও ইসলামের নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন। এই ম্যাগাজিনের লেখকেরা ‘ইসলাম শয়তানের দ্বারা সৃষ্টি হয়েছে, পৃথিবীতে ইসলাম শান্তি নষ্ট করছে, নবী যুবতি মহিলার প্রতি আকৃষ্ট ছিলেন’ – ইত্যাদি নানাবিধ কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
এই মামলার আসামিরা হলেনঃ খায়রুল্লা খন্দকার, জয় বিশ্বাস, উম্মে আয়মন নিশু, এমডি মিজানুর রহমান, শোভন রেজা, এমডি আরিফুল ইসলাম, মুনাওয়ারা মুবাশিরিন, নাফিউর রেজওয়ান, রেহানা আক্তার, সৈয়দা মহসিনা ডালিয়া, শাহ আলম মিয়া, ইশতিয়াক আহমেদ ও নিলুফার হক।
বাদীর অভিযোগ এই ম্যাগাজিনের লেখকদের এধরনের বক্তব্য মুসলিমদের জন্য অত্যন্ত অপমানজনক ও ন্যাক্কারজনক। যা ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। তারা অত্যন্ত সুচিন্তিত ও সুপরিকল্পিতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন।