ঢাকা | শুক্রবার | ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাজুসের প্রধান উপদেষ্টা হিসেবে আনভীর ও সভাপতি হিসেবে দোলন

দেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি, আনভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। এছাড়াও, দ্বিতীয়বারের মতো বাজুসের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের প্রতিষ্ঠাতা এনামুল হক খান দোলন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনস্থ বাজুস কার্যালয়ে এই দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। এ অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। হস্তান্তর শেষে, পরিচালনা পর্ষদের প্রথম সভাও অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্তে, সায়েম সোবহান আনভীরকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়, পাশাপাশি সকল সাবেক সভাপতিদের উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। সভায় সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রনজিত ঘোষ, ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, আজাদ আহমেদ ও অভি রায় সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।