বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মন্তব্য করেছেন যে, স্বাধীনতাবিরোধীরা সাধারণ ক্ষমার মর্যাদা রাখতে পারেনি। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লক্ষ্মীপুর জেলা শহরের ঝুমুর এলাকার বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন তিনি। এ্যানি বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং দেশের শত্রু হিসেবে চিহ্নিত ছিল, স্বাধীনতার পর তাদের জন্য সাধারণ ক্ষমার দরজা খোলা ছিল। কিন্তু তারা সেই ক্ষমার সম্মান না দিয়ে বরং তা অবমূল্যায়ন করেছে এবং সুবিধামতো অবস্থানে পৌঁছানোর জন্য কখনো ‘আওয়ামী ফ্যাসিস্ট’দের সঙ্গেও আবার কখনো তাদের বিরোধীদের সঙ্গে জোট বেঁধেছে।
তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান অবদানের কথা ভুলে যাওয়া যায় না। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের ঐতিহাসিক ঘোষণা, মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব প্রদান এবং রণাঙ্গনে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সম্ভব হয়েছিল। তিনি জিয়াউর রহমানকে দেশের গনতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদাতা হিসেবে অভিহিত করেন।
পাশাপাশি, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আপোষহীন ভূমিকার প্রশংসা করে এ্যানি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি দলের নেতৃত্ব গ্রহণ করেছেন এবং তিনবার প্রধানমন্ত্রী হয়ে মানুষের ভালোবাসা ও আস্থার প্রমাণ দিয়েছেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।














