ঢাকা | রবিবার | ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

স্মার্টফোনের আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত গ্রহণ

প্রবাসীদের জন্য মোবাইল ফোনের বৈধ আমদানির শুল্কহার কমানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের ডিজিটাল অগ্রগতি ও অর্থনীতির কার্যকারিতা বাড়াতে এই উদ্যোগটি নেওয়া হয়। প্রধান উপদেষ্টা ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের নেতৃত্বে, ১ ডিসেম্বর সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় মোবাইল ফোনের আমদানির বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।।